শুক্রবার রাতে তামিম মোটরসাইকেলে করে ডুলাহাজারা বাজারে ফিরছিলেন। এ সময় ডুলাহাজারা ইউপি কার্যালয়ের সামনে এলে তার মোটরসাইকেলের সঙ্গে ট্রাক ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে হয়। এতে তামিম ঘটনাস্থলে মারা যান।
উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তামিম নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।